বার্তা ডেস্কঃ মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে পিএসজি। এদিন ইনজুরির কারণে দলে ছিলেন না মেসি। তবে মেসি না থাকলেও, নেইমার, এমবাপ্পেদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছেন পিএসজি কোচ। খেলার শুরু থেকেই আধিপত্য থাকে স্বাগতিকদের। খেলার ১৪ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে সেনেগাল মিডফিল্ডার ইদ্রিসা গানার গোলে লিড পায় পিএসজি। এক গোল খেয়ে…
পিএসজির টানা অষ্টম জয়
