শেখ হাসিনার জন্মদিনে ৭০০ কোরআন বিতরণ করলো ছাত্রলীগ

বার্তা জেলা প্রতিবেদকঃ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ইমাম, মোয়াজ্জিন ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ পবিত্র কোরআন শরিফ বিতরণ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর শহরের শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসার সামনে কোরআন শরিফ বিতরণ করেন তিনি।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন তপু বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে অ্যাওয়ার্ড পেয়েছেন। এ সম্মান শুধু প্রধানমন্ত্রীর নয়, বাংলার ১৭ কোটি মানুষের। শেখ হাসিনা যোগ্য নেত্রী। তার কারণেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপ নিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে ৭০০ পবিত্র কোরআন শরিফ বিতরণ করলাম।

Share This Post

Post Comment