বার্তা প্রতিবেদকঃ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে ‘মানব দানব’ সিনেমায় কাজ করার কথা ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। শেষমেষ সিনেমাটি তার করা হচ্ছে না।
সিডিউলজনিত সমস্যার কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীঘি।
এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায় একটি অনলাইনকে বলেন, ‘মানব দানব’ সিনেমায় আমাদের প্রথম পছন্দ দীঘিই ছিল। নায়িকা হিসেবে কাজ করানোর জন্য তার সঙ্গে কথাবার্তাও হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সিডিউলজনিত সমস্যার কারণে দীঘিকে এই সিনেমায় পাচ্ছি না। অক্টোবরে তার অন্য একটি সিনেমার ডেট দেওয়া ছিল। তারপরও দীঘি এই সিনেমাটি করতে বেশ আগ্রহী ছিলেন।
এ প্রসঙ্গে দীঘি বলেন, আমি গতকাল শাপলা মিডিয়ার অফিসে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু ডেট মিলাতে পারছিলাম না কোনোভাবেই।
দীঘির বদলে কাকে নেওয়া হচ্ছে, জানতে চাইলে অপূর্ব রায় বলেন, নতুন একজনকে নেওয়া হয়েছে। নাম শালুক।