বার্তা প্রতিবেদকঃ আজ ২৯ মে, ২০২১ খ্রী শনিবার বিকাল ০৪ঃ৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে সিএমপির পিওএম বিভাগ ও এসএএফ বিভাগের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, সিএমপি এর সভানেত্রী জনাব শরমিন জাহান।
খেলায় উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নেতৃত্বে পিওএম দল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বাধীন এসএএফ দলের মোকাবেলা করে। অসাধারণ ক্রীড়া নৈপুন্যের মাধ্যমে দুই দলই চমৎকার প্রতিযোগিতামূলক একটি ম্যাচ উপহার দেয়।
খেলায় পিওএম দলকে এসএএফ দল ৪-০ গোলে পরাজিত করে। ভালো পারফরম্যান্সের মাধ্যমে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতে নেয় মোঃ শরফ উদ্দিন সুমন। ম্যাচ শেষে সিএমপি কমিশনার মহোদয় ও অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামিনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আমির জাফর সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ ও পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।