মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে হাসান আলী (৩৮) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত হাসান আলী উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র ।
প্রতিবেশি সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বাড়ির সকলের অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন ধরে মাদকাক্ত ছিল। নেশার টাকা না পেয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে এলাকাবাসীর ধারনা। পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।