
খোকসা (কুষ্টিয়া), ১৪ অক্টোবরঃ কুষ্টিয়ার খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোর্দ্দসাধুয়া গ্রামে গফুর সাপুরে বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১০ জন সাপুরে (ওঝা) অংশগ্রহন করে।
সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। সাপুরেরা পর্যায় ক্রমে প্রতিযোগীতার মঞ্চের উপর বিভিন্ন প্রজাতির সাপ ছেড়ে প্রদশনী করে। অংশগ্রহন কারীদের মধ্যে শৈলকূপা উপজেলার বহলবাড়িয়া গ্রামের পাঁচু সাপুরে তিনটি সাপের একটি প্রায় ৩ ফুট উচু ফণা তোলায় তাকে চাম্পিয়ন ঘোষণা করা। তিনি সাদা গোখড়া প্রজাতের তিনটি সাপ প্রদর্শনী করেন ।
একই উপজেলার কাতলাগাড়ী গ্রামের রজব আলী রানারআপ হয়। প্রতিযোগীয় অংশ নেওয়া সাপুরেরদের হাতে পুরস্কার তুলেদেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল লালন শেখ। ঢোলকের তালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাসান গানের সাথে সাপুরেদের সাপের প্রদর্শনী কয়েক হাজার নারী পুরুষ মন্তমুগ্ধের মত উপভোগ করে। খেলাটি পরিচালনা করে আজাদ সাপুরে। স্থানীয় ওঝা গফুর সাপুরে উদ্যোগে এ বছর প্রথম এই প্রতিযোগীতার আসর অনুষ্ঠিত হয়।